রেঞ্জ ডিআইজির কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার গ্রহণ করছেন। ছবি: পুলিশ নিউজ

তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় চলতি বছরের অক্টোবর মাসে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ চুয়াডাঙ্গা জেলা পুলিশ এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. ইলিয়াস হোসাইন।

খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে ৯ নভেম্বর রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার)-এর সভাপতিত্বে এসব মনোনয়ন দেওয়া হয়।

রেঞ্জ ডিআইজির কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং এএসআই (নিরস্ত্র) মো. ইলিয়াস হোসাইন শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন।

পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গায় যোগদানের পর মো. জাহিদুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুবাতাস আজ চুয়াডাঙ্গা জেলায় বইছে। একের পর এক চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন; মাদক উদ্ধার ও প্রতিরোধ; চোরাচালান প্রতিরোধ; ওয়ারেন্ট তামিল; মামলা নিষ্পত্তি; সিআইএমএস; করোনার সময়ে অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী ও ঔষধ পৌঁছানো; শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান; এতিম শিশুদের ঈদের জামা উপহার; শিক্ষা উপকরণ প্রদান; কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান; কন্যাসন্তান জন্মগ্রহণ করলেই পুরস্কার; ভাঙা সংসার জোড়া; খাদ্য যাবে বাড়ি; ইভ টিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক ও মানবিক উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। যার পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গাবাসীর কাছে জননন্দিত মানবিক পুলিশ সুপারের স্বীকৃতি পেয়েছেন তিনি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স); নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম); খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট (এসপি) আরআরএফ, খুলনা; পিবিআই ও সিআইডির পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।