আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ শহরে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটে। খবর এএফপির।

পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেন, নগরীর সায়েদ আবেদ স্কয়ারের রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭ টার দিকে বাসটি সেখানে আসামাত্রই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।