গ্রিসের উপকূলীয় এলাকায় অভিবাসীবাহী নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু হয়েছে। খবর বাসসের।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির কোস্ট গার্ড জানায়, তারা ১৫টি লাশ উদ্ধার করেছে। অভিবাসী বহন করা পৃথক দুটি নৌকাডুবিতে তাঁদের মৃত্যু হয়েছে। আরও অনেক অভিবাসী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কোস্ট গার্ড মুখপাত্র নিকোস কোকালাস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটিকে বলেন, লেসবস দ্বীপের কাছ থেকে ১৫ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সম্ভবত তাঁরা আফ্রিকান বংশোদ্ভূত। প্রচণ্ড বাতাস চলাকালে নৌকাটি এ দ্বীপের পূর্ব উপকূলের কাছে ডুবে যায়। ওই নৌকায় প্রায় ৪০ জন অভিবাসী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কোকালাস জানান, লেসবস দুর্ঘটনায় আরও ৯ নারীকে উদ্ধার করা হয়েছে। এ নৌকাডুবির ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাইথিরা দ্বীপের কাছে একটি নৌকা বিপদে পড়েছে বলে কোস্ট গার্ডকে সতর্ক করা হয়। নৌকাটিতে প্রায় ৯৫ জন অভিবাসী ছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং সেটি দ্বীপটির দিয়াকোফতি বন্দরের কাছে ডুবে যায়। এ ঘটনায় ৮০ জনকে উদ্ধার করা হয়।