তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাভেজা চোখে অবসরের ঘোষণা দেন তামিম।

গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের ১৩ রানের ইনিংসটি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল। ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিটনেসের মূল্যায়ন করবেন বলে উল্লেখ করেছিলেন। তামিমের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ টেস্ট, ২৪১ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি মিলিয়ে ১৫ হাজার ২০৫ রান করেছেন এই ক্রিকেটার।