আন্তব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত। ছবি: পুলিশ নিউজ

আন্তব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল আয়োজিত টুর্নামেন্টের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে কমান্ডিং অফিসার বলেন, ‘সুস্থ বিনোদনের অংশ হিসেবে ফুটবল খেলার কোনো বিকল্প নাই।’

তিনি চ্যাম্পিয়ন দল ১০ এপিবিএন বরিশাল, রানার্স আপ দল ২ এপিবিএন মুক্তাগাছা দলের ম্যানেজার ও কোচ, রেফারি, খেলা পরিচালনা ও শৃঙ্খলা কমিটিকে ধন্যবাদ জানান। পরিশেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

সভাপতির বক্তব্যে সহঅধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, এএসপি (অ্যাডজুটেন্ট) মাহমুদুল হাসান চৌধুরী, এএসপি (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) সাবিহা মেহেবুবা, এএসপি রাফে সামদান হোসাইন মোহাম্মদ আদেল, এএসপি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দেসহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

১০ এপিবিএন, বরিশাল ২-০ গোলের ব্যবধানে ২ এপিবিএন মুক্তাগাছাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।