সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) না বলে জাতীয় দলের হয়ে খেলায় সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদকে ৬৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানান, নগদ অর্থ সাকিব, লিটন ও তাসকিনের মধ্যে তিনভাবে ভাগ করে দেওয়া হবে। খবর বাসসের।

তিনি বলেন, ‘এটি বিসিবির পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। খেলোয়াড়েরা কিছু দাবি করেনি। তবে আমরা মনে করেছি, প্রতিশ্রুতির জন্য পুরোটা না হলেও আংশিকভাবে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।’

ইউনুস জানান, এটি নিয়মিত করা হবে না। দেশের দায়িত্ব পালন সর্বদা সবকিছুর চেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত। শর্ত ছাড়াই দেশ ও জাতীয় দলের হয়ে খেলতে হবে। বোর্ড সব সময় খেলোয়াড়দের পাশে থাকে।