এটিইউর অভিযানে গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য। ছবি: পুলিশ নিউজ

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল উত্তরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম যুলকিফল মাহমুদ ওরফে শান্ত মাহমুদ (২৪)। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর থানার চর লরেন্স এলাকায়।

এটিইউ জানায়, গ্রেপ্তারের সময় ওই যুবকের কাছ থেকে জিহাদের বয়ান সংবলিত একটি ডায়েরি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে তিনি জিহাদ সংশ্লিষ্ট একাধিক ফেসবুক আইডি ব্যবহার করতেন এবং টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্ট গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখতেন।

গ্রেপ্তার আসামি ২০১৯ সালের দিকে তামিম আল আদনানীর বিভিন্ন ভিডিও থেকে জঙ্গিবাদে উৎসাহিত হন এবং জিহাদের জন্য প্রস্তুতি নেন। জিহাদে যোগদানের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ শুরু করেন। এরই প্রেক্ষাপটে যুলকিফল মাহমুদের সঙ্গে আনসার আল ইসলামের কিছু সদস্যের যোগাযোগ হয়।

ওই সব সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী যুলকিফল মাহমুদ ব্যক্তি পর্যায়ে জিহাদের প্রশিক্ষণ নিতে শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদের প্রচারণা চালিয়ে যান। তাঁর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।