রাজধানীর আদাবরে হত্যা মামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

তাঁরা হলেন মো. দিপু এবং অন্য একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হলো না। খবর ডিএমপি নিউজের।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বলেন, ৩ সেপ্টেম্বর রাত ৮টা ২৫ মিনিটে আদাবর থানার শেখেরটেক এলাকায় পূর্বশত্রুতার জের ধরে কিছু দুষ্কৃতকারী ভুক্তভোগী আব্দুল আজিজকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় ৪ সেপ্টেম্বর আদাবর থানায় ভুক্তভোগীর পিতা মামলা করেন। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

তিনি বলেন, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে দিপুকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর জোনাল টিম। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) আসামিকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও বলেন, মামলা তদন্তে ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনায় জড়িত অপর কিশোর অপরাধীকে বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিশোর অপরাধীকে আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

হত্যা মামলার ঘটনায় জড়িত পলাতক অন্যান্য অভিযুক্তের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।