রাজধানীর আদাবরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় ছেলে ইফতেখার আলম সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানা-পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টায় আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আদাবরে শেখেরটেকের ভাড়া বাসায় নুরুল আলম নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর আরেক ছেলে শহিদুল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে খুনের কথা স্বীকার করেন ইফতেখার আলম সুমন।

গ্রেপ্তারকৃত সুমন শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।