পুলিশের হেফাজতে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

পাবনার আতাইকুলা থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি রিভলবার, দুটি গুলিসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামির নাম মো. রফিকুল ইসলাম (৪০)। তিনি সর্বহারা (নকশাল) দলের সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা রয়েছে।

জানা গেছে, মো. রফিকুল ইসলাম গত ১৪ জানুয়ারি আতাইকুলা থানাধীন গয়েশবাড়ী দক্ষিণপাড়া গ্রামে হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। এ ঘটনায় মামলার পর তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে গ্রামের বাড়িতে আসেন। এরপর তিনি অবৈধ অস্ত্রের কারবার শুরু করেন। এ খবর পেয়ে আতাইকুলা থানা-পুলিশের একটি টিম ২১ আগস্ট রাত সাড়ে ১১টার সময় আতাইকুলা থানাধীন গয়েশবাড়ী গ্রামে মো. রফিকুল ইসলামের চৌচালা টিনের বসতবাড়ি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে থাকা আসামি মো. রফিকুল ইসলাম কৌশলে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের টিম তাঁকে আটক করে। এরপর উপস্থিত সাক্ষীসহ আরও লোকজনের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামির দেহ তল্লাশি এবং আসামিকে অস্ত্রের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামির দেখানোমতে তাঁর চৌচালা টিনের দক্ষিণ দুয়ারী ঘরের মাচার ওপর ধানের বস্তার নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে আতাইকুলা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে।