কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবসের শোভাযাত্রায় অংশ নেয় জেলা পুলিশের ব্যান্ড দল। ছবি: বাংলাদেশ পুলিশ

‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা পুলিশের নান্দনিক ব্যান্ড দল অংশগ্রহণ শোভাযাত্রাকে জাঁকজমকপূর্ণ করে তোলে। এ ছাড়া অনুষ্ঠানজুড়ে জেলা পুলিশ নিরাপত্তা সেবা নিশ্চিত করেছে।

জাতীয় আইনগত সহায়তা দিবসে কুড়িগ্রামে আলোচনা সভা। ছবি: বাংলাদেশ পুলিশ

শোভাযাত্রায় জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা বারের সভাপতি মো. আবু মুসা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ আইনজীবীরা অংশগ্রহণ করেন।

এ ছাড়া আলোচনা সভায় নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এস এম নুরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপনসহ বিচারকেরা উপস্থিত ছিলেন।