পশ্চিম অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী পার্থে হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছে এক কিশোরী (১৬)। পার্থের সোয়ান নদীতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণের শিকার হয় সে। খবর ঢাকা পোস্টের।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে পার্থের ফ্রেম্যান্টল বন্দর এলাকায় সোয়ান নদীর একটি ট্রাফিক সেতুর কাছ থেকে ওই মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

পুলিশের ধারণা, ওই কিশোরী নদীতে ডলফিনের একটি দল দেখে জেট স্কি থেকে লাফ দিয়ে সাঁতার কাটতে যায়। তখনই হাঙর আক্রমণ করে তাকে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, কোন প্রজাতির হাঙর ওই কিশোরীকে আক্রমণ করেছে, তা নিশ্চিত করা যায়নি।