করোনাভাইরাস I প্রতীকী ছবি

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ডেলটার মতো এতটা গুরুতর নয় বলে যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় জানা গেছে। খবর প্রথম আলোর।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) এক সাপ্তাহিক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) নতুন এ গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে, করোনা শনাক্তের ঊর্ধ্বগতি সত্ত্বেও অমিক্রন ধরনের কারণে দেখা দেওয়া করোনার চলমান ঢেউয়ে হাসপাতালে ও আইসিইউতে ভর্তির হার গত শীতের চেয়ে ২৯ শতাংশ এবং এর আগে অতি সংক্রামক আরেক ধরন ডেলটার কারণে দেখা দেওয়া করোনার ঢেউয়ের সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।

গবেষণায় বলা হচ্ছে, অমিক্রন আক্রান্ত রোগীদের অবস্থা গুরুতর না হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে যেমন রয়েছে টিকাদানের গড় হার বেশি, ঝুঁকিতে থাকা ও বয়োজ্যেষ্ঠদের বুস্টার ডোজ দেওয়া এবং এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধব্যবস্থা।

সিডিসি বলেছে, গবেষণায় পাওয়া এসব তথ্য যুক্তরাষ্ট্রের আগে অমিক্রনের প্রকোপ দেখা দেওয়া দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে হওয়া গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।