অভিনব প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল ছিনতাই ও অর্থ আদায়ের অভিযোগে গত শনিবার হাজারীবাগ এলাকা থেকে সামিউল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার সুরঞ্জনা সাহা বলেন, মোটরসাইকেল বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন ভুক্তভোগী। মোটরসাইকেলটি কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেন সামিউল। পরে মোটরসাইকেল দেখার জন্য ঢাকার পল্লবী এলাকায় আসেন। এরপর টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তিনি। পরে মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন সামিউল। এ সময় বিশ্বাস স্থাপনের জন্য মোটরসাইকেলের ছবি ও ভিডিও পাঠান তিনি। ভুক্তভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাত হাজার টাকা পাঠালেও মোটরসাইকেল ফেরত দেননি সামিউল।

সুরঞ্জনা সাহা আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পল্লবী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সামিউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।