মেয়েকে ফিরে পেয়ে দারুন খুশি পূর্ণিমা

নওগাঁ সদর থানার বাসিন্দা মোছা. পূর্ণিমা (২০) গত ১৫ ফেব্রুয়ারি একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে মেয়ে সন্তানের জন্ম দেন। কিন্তু সংসারে অভাব অনটন থাকায় তার পরিবার নবজাতক শিশুকে নওগাঁ জেলার বদলগাছী থানার বাসিন্দা মো. বিদু‌তের (২৮) কাছ দত্তক দেন। কিন্তু মায়ের মন কিছুতেই সন্তানকে ভুলতে পারে না। পরে তার সন্তানকে ফিরে পাবার জন্য ২১ ফেব্রুয়ারি নওগাঁ সদর মডেল থানায় এসে লিখিত আবেদন করেন পূর্ণিমা।ওই আবেদনের পেক্ষিতে জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএমের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) মো. গাজিউর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম জুয়েলের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রবিউল ইসলাম বাদীর নবজাতক শিশুকে বদলগাছী এলাকা থেকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করে তাকে তার নিজ বাসায় পৌছে দেন। সন্তানকে ফিরে পেয়ে মা যেন তার হারানো জীবন প্রদীপ ফিরে পেলেন। আর মায়ের মুখে হাসি ফোটাতে পেরে টিম নওগাঁ আনন্দিত।