সুনামগঞ্জের ছাতক নৌ ফাঁড়ির পুলিশ সুরমা নদীতে অবৈধ বাল্কহেডের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় নৌ ফাঁড়ির দায়িত্বরত অফিসার এবং সঙ্গীয় ফোর্স আজ ১০ মে ছাতক থানাধীন ছাতক মাছবাজার খেয়াঘাট-সংলগ্ন সুরমা নদী এলাকায় অবৈধ বাল্কহেডের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় এমভি বিক্রমপুর, এমভি নাছিম, এমভি বরকত, এমভি মাহির, এমভি আব্দুল কাদিরসহ মোট পাঁচটি বাল্কহেডের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পায় নৌ পুলিশ।

এসব বাল্কহেড অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এবং এর সংশোধনী ২০০৫ এর ৫৪/৬৬ ধারা লঙ্ঘন করেছে বলে জানান নৌ পুলিশের সদস্যা। যেমন বাল্কহেডগুলোর মাপ সঠিক না পাওয়া, বৈধ রুট পারমিট না থাকা, সুকানি/গ্রিজারের বৈধ যোগ্যতা সনদ না থাকাসহ কোনো কোনো ক্ষেত্রে নিবন্ধনপত্রের অনুপস্থিতি পাওয়া যায়।
পরে এই পাচঁটি অবৈধ নৌযানের বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়।