এপিবিএনের হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

অনলাইন জুয়া খেলার দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ময়মনসিংহ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গত মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ থানাধীন বড় মসজিদ মার্কেটের একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. শুভ মিয়া (২৪) ও মো. সাজু মিয়া (২৭)। তাঁদের বাড়ি নেত্রকোনার বরহাট্টা থানা এলাকায়।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা মেলে।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে জুয়া খেলার পাশাপাশি অনলাইন জুয়ার ডিলার হিসেবে কাজ করে আসছেন।

তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এপিবিএন।