প্রতীকী ছবি

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি চেতনানাশক নকটিন বড়ি জব্দ করা হয়।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় মুগদা থানাধীন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. রাসেল, মো. সুমন শাহ আলম, মো. হযরত আলী বাবু ও মো. মনির হোসেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসান সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, রাজধানীর মুগদা, মালিবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় যাত্রীদের চেতনানাশক বড়িমিশ্রিত পানীয় পান করাতেন। ভুক্তভোগীরা অজ্ঞান হলে সর্বস্ব লুটে পালিয়ে যেতেন।

তাঁদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।