সিলেটে অবৈধভাবে বালু তোলায় অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকায় অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে জরিমানা করা হয়েছে। এয়ারপোর্ট থানার কালাগুল ছড়ারপাড় (বদনাছড়া) ছড়া এলাকায় ১৩ সেপ্টেম্বর (সোমবার) অভিযানটি পরিচালনা করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানায়, এয়ারপোর্ট থানার একদল পুলিশ সদস্য কালাগুল ছড়ারপাড় (বদনাছড়া) ছড়া এলাকায় ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার সময় বালুভর্তি ট্রাকসহ জাহাঙ্গীর আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেন।

এসএমপি আরও জানায়, পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীর আলমকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।