পাবনা জেলা পুলিশের সদস্যদের অত্যাধুনিক ট্যাকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়।

‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) পুলিশ সদস্যদের ক্ষুদ্রাস্ত্র বহনের জন্য ট্যাকটিক্যাল বেল্ট, অপরাধ ও অপরাধী শনাক্তে বডি ওর্ন ভিডিও ক্যামেরার ব্যবস্থা করেছেন।

এরই ধারাবাহিকতায় পাবনা জেলা পুলিশ সদস্যদের সোমবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত ট্যাকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়। এ সংক্রান্তে তাঁদের প্রশিক্ষণও দেওয়া হয়।

পাবনা জেলা পুলিশ আশা প্রকাশ করে জানিয়েছে, উক্ত সরঞ্জাম ব্যবহার করে পাবনা জেলা পুলিশ সদস্যরা আরও দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।