অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা করছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ছবি : ডিএমপি নিউজ

সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করেছেন।

অভিযানে ১৮টি বাসকে জরিমানা করা হয়েছে। খবর ডিএমপি নিউজের।

আজ বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ১০টি বাসকে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে বেলা ১১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত রাজধানীর কলাবাগান ট্রাফিক বক্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৮টি বাসকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।