ফেনসিডিলসহ গ্রেপ্তার তিন আসামি। ছবি : আরএমপি নিউজ

রাজশাহী মহানগরীতে ২৬০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাঁরা হলেন রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চরখিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের মো. দুলাল হোসেন (৪০), মো. সুজন (২৬) ও দামকুড়া থানার চরমাজারদিয়া গ্রামের মো. মুসলেম আলী (২৯)। খবর ডিএমপি নিউজের।

পুলিশ জানিয়েছে, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে, বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া মুক্তমঞ্চ (লালন মঞ্চ) এলাকা থেকে পদ্মা নদীর চর দিয়ে নদী পথে ভারতীয় তৈরি ফেনসিডিল চোরাচালানের মাধ্যমে রাজশাহীতে সরবরাহ করার জন্য আনা হবে।

আরএমপি জানিয়েছে, উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল ঘটনাস্থলে অবস্থান নিলে গতকাল রাত ১টা ৪৫ মিনিটে চোরাকারবারিরা পদ্মা নদীর চরের দিক থেকে ফেনসিডিল নিয়ে আসার সময় ওই তিন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানিয়েছে আরএমপি।