জব্দ করা গাঁজা। ছবি: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগের অভিযানে
৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

ডিএমপি জানায়, সোমবার (৯ মে) তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে আসামি মো. শাওন ও আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় বিপুল পরিমাণ গাঁজার চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে সাতরাস্তার মোড়ে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। তবে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। পরে ধাওয়া করে পিকআপ ভ্যানটি আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।