গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ১৪.৩০ ঘটিকায় জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৬নং সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডস্থ ঘেচুয়া সাকিনে জনৈক মৃত আজমুল আলীর বসত বাড়ীর উত্তর পাশের ঘেচুয়া এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জিহাদ উদ্দিন (৩২), পিতা-মৃত আজমুল আলী, সাং-ঘেচুয়া, ৬নং সুলতানপুর, জসিম উদ্দিন(৪০), পিতা-মৃত সিরাজ উদ্দিন, সাং-পঙ্গবট, জকিগঞ্জ পৌরসভা, উভয় থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এবং মোঃ জাবেদ @ জাবেদ আহমদ(৩৫), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং- মাঝবন্দ, হেতিছানগর, ০৬ নং সুলতানপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত জিহাদ উদ্দিন(৩২) এর বিরুদ্ধে জকিগঞ্জ থানা, সিলেট সহ বিভিন্ন থানায় ০৩ টি ডাকাতি মামলা, ০২ টি চুরি মামলা, অপর আসামী জসিম উদ্দিন(৪০) এর বিরুদ্ধে জকিগঞ্জ থানা, সিলেট সহ বিভিন্ন থানায় ০২ টি ডাকাতি মামলা, ০৪ টি মাদক মামলা সহ একাধীক মামলা রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়। এসময় ডাকাতদের হেফাজত হতে ০১টি দা, ০১টি ছোরা, ০১টি কাঠের তৈরি লাঠি ও ০১টি লোহার রড উদ্ধার করা হয়।

ছবি- সিলেট জেলা পুলিশ

অপরদিকে বিশ্বনাথ থানা পুলিশের পৃথক একটি আভিযানিক দল রাত ০১.৩০ ঘটিকায় বিশ্বনাথ থানাধীন জগন্নাথপুর-সিলেট আঞ্চলিক সড়কে চেকপোস্ট করা কালে ডাকাত রাসেল(৩২) পিতা-মৃত নসির মিয়া, সাং- ইকুড়চর, থানা- জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে ০১টি রাম দা, ০১টি লোহার রড, ০১টি তালা কাটার, ০১টি কুড়াল, ০১টি রেঞ্জ, ০১টি মুখোশসহ গ্রেফতার করে।

গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।