রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাসেল ওরফে টেরা রাসেল (২২), ২। মো. সাইমুন ওরফে আকাশ (২১), ৩। আল আমিন (২৩), ৪। নুর মোহাম্মদ (২৩), ৫। মো. রাব্বি হাসান হৃদয় (২০), ৬। মো. রমজান (২৮), ৭। আবদুল রায়হান বাবু (২৫) ও ৮। নিরব (১৯) ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, এজাহারনামীয় পলাতক আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।