০১ (এক) দিনের মধ্যে গাজীপুর মহানগরের পুবাইল থানার অটোরিক্সা চালক হাবিবুর রহমান (৪২) হত্যার রহস্য উদঘাটন, ০২ জনকে গ্রেফতার, ব্যাটারি সহ ভিকটিমের অটোরিক্সার যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো আইনের সংঘাতে জড়িত শিশু রবিন মিয়া (১৫ বছর ৯ মাস) এবং মিজানুর রহমান (৩১)।

ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে অনুসন্ধান পূর্বক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দিবাগত রাতে রবিন মিয়াকে পূবাইল থানাধীন মেঘডুবি এলাকা থেকে এবং আসামী মিজানুর রহমানকে একই দিন উত্তরা ১০নং সেক্টর থেকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুসারে মিজানুর রহমান চালিত অটোরিক্সা থেকে ৪টি ব্যাটারিসহ ভিকটিমের অটোরিক্সার যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০২৫ ভিকটিম তার অটোরিক্সা (মিশুক) চালাতে বের হয়। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল অনুমান ০৯.১৫ ঘটিকার সময় গাজীপুর মহানগরের সদর থানাধীন ধীরাশ্রম রাহাপাড়া কালভার্ট এর নিকটে ধানী জমিতে গলা কাটা অবস্থায় ভিকটিমের লাশ পাওয়া যায়।

এই ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ জালাল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জিএমপি সদর থানার মামলা নং-৩৩, তারিখ-২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। ছায়া তদন্ত অব্যাহত রাখা হয়। একই দিন (২৫ ফেব্রুয়ারি ২০২৫) মামলাটির তদন্তভার পিবিআই গাজীপুর স্ব-উদ্যোগে গ্রহণ করে। উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সুমন মিয়ার নেতৃত্বে একটি টীম মামলাটি তদন্ত করে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অত্র মামলার ঘটনায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রবিন মিয়া (সেলুন কর্মচারী) ও মামলার ঘটনায় জড়িত পলাতক আসামীগণ মিলে ভিকটিমকে ফোন করে অটোরিক্সাটি ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে মামলার ঘটনাস্থলে নিয়ে ধারালো কাটার দিয়ে গলা কেটে ডিসিষ্টকে হত্যা করতঃ লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিক্সাটি নিয়ে যায়। ঘটনায় জড়িত আসামীগণ ডিসিষ্টের অটো রিক্সাটি আসামী মিজানুর রহমান এর নিকট দিলে সে উক্ত অটোরিক্সার ৪টি ব্যাটারী, অটোরিক্সার সামনে ব্যবহৃত গ্লাস, ০২টি লুকিং গ্লাস ও ৪টি চাকা নিজের হেফাজতে রেখে অটোরিক্সার অবশিষ্ট অংশ ভাঙ্গারীর দোকানে বিক্রি করতঃ নিজেদের মধ্যে টাকা ভাগাভাগী করে নেয়। শিশু রবিন মিয়া ৫ হাজার টাকা পায়।

উভয় আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলে জানা যায়।