শুটিংয়ের দৃশ্য। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে দিনে-দুপুরে ‘অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই’ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি প্রকৃতপক্ষে ছিনতাইয়ের ঘটনা নয়, বরং সচেতনতামূলক ভিডিওর শুটিংয়ের দৃশ্য।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য জানান।

তিনি জানান, হাতিরঝিলে ওভারপাসের নিচে ‘অস্ত্র ঠেকিয়ে’ মোটরসাইকেল ছিনতাইয়ের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, সেটি আসলে ছিনতাইয়ের ঘটনা নয়। এটি একটি সতর্কতামূলক ভিডিওর শুটিংয়ের দৃশ্য।

এই পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীতে মোটরসাইকেল চালকদের নির্জন স্থানে অবস্থানকালে ছিনতাইয়ের ব্যাপারে সতর্ক করতে ওই ভিডিও বানান কয়েকজন। সচেতনতামূলক ভিডিও নির্মাণের অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় দৃশ্যটি ধারণ করা হয়। ভিডিও তৈরিতে যে পিস্তল ব্যবহার করা হয়েছে সেটি খেলনা পিস্তল।

সচেতনতামূলক ভিডিওটি বানিয়ে ফেসবুকে পোস্ট করার পর কেউ কেউ সেই ভিডিওর খণ্ডিতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা হিসেবে ছড়িয়ে দেয়। পূর্ণাঙ্গ ও প্রকৃত ঘটনা সম্পর্কে না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে জনমনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির আশঙ্কা থাকে। প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে সতর্ক থাকার অনুরোধ করেছে ডিএমপি।