সুনামগঞ্জ জেলা পুলিশ পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ছাতক উপজেলা যুবলীগের সদস্য ফখর উদ্দিন (৩০) এবং জামালগঞ্জ থানাধীন দুর্লভপুর গ্রামের সামসুল ইসলাম (৪৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।