ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি টর্চলাইট, একটি রামদা, একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, একটি লাঠি ও একটি পিকআপ ভ্যান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ ও ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
আসামিরা হলেন পটুয়াখালীর গলাচিপা এলাকার মো. খায়ের হোসেন (৩৫), বরিশালের মো. কবির হোসেন (৪৫), সিরাজগঞ্জের মো. ইমরান আলী (৪২), নাটোরের সিংড়া এলাকার মো. সুমন মিয়া (৫৫) এবং কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার মো. সাইফুল ইসলাম (৫০)।
ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে গেছেন।
তিনি জানান, আসামিরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।