ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের অভিযানে ২ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি শেখ মহিউদ্দিন আজম ওরফে আজমকে (২৮) গ্রেপ্তার করা হয়।
ডিবি গুলশান বিভাগ জানায়, আসামি দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছেন। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।