ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। ওই ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৩৭)। তাঁর স্বজনদের কাছে সংবাদ পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন রহমতপুর বাইপাস থেকে মুক্তাগাছাগামী সড়ক পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রফিকুল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন ধুরাইল গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।
তিনি আরও জানান, রফিকুল মানসিক ভারসাম্যহীন। গত ২৪ ফেব্রুয়ারি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁর স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।