পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার অভিযানে ছিনতাইকারী ও চাঁদাবাজসহ ১৪ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র ও মাদক।

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন রাফাত (২৭), শাকিল (২৫), হাসান (২৫), সুমন (২৪), রামিম (২০), শামীম (১৮), সুজন (২২), আবদুল গণি (৩২), ইমন (২০), সবুজ (২৪), আল আমিন (৩০), নাহিদ (১৮), ইসমাইল (৩৯) ও হুজাইফা (২২)।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।