পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

টাঙ্গাইলে এক তরুণীর (২১) আপত্তিকর ভিডিও ভাইরাল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে টাঙ্গাইল সদর থানাধীন হুগরা ইউনিয়নের ধুলবাড়ী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি হাবিবুর রহমানের (২৩) বাড়ি টাঙ্গাইল সদর থানাধীন হুগরা ইউনিয়নের বেগুনটাল গ্রামে।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, এক বছর আগে আসামি হাবিবুরের সঙ্গে ফেসবুকে ওই তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ওই তরুণীর কাছ থেকে ২৭ হাজার টাকা নেন আসামি। ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে টাঙ্গাইলে আসতে বলেন আসামি। গত ২ ডিসেম্বর ভুক্তভোগী টাঙ্গাইলে এলে তাঁকে একটি রেস্তোরাঁয় নিয়ে শারীরিক সম্পর্ক করতে চান হাবিবুর। রাজি না হওয়ায় তাঁর ফোন কেড়ে নেন। ফোনে থাকা তরুণীর আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা দাবি করেন এবং আপত্তিকর অবস্থায় ভিডিও কলে আসতে চাপ তিনি। অন্যথায় ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

সম্মান বাঁচাতে আসামির সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথা বলেন ওই তরুণী। এ সময় কৌশলে সেই ভিডিও রেকর্ড করেন তিনি। পরে ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ভুক্তভোগীকে শারীরিক সম্পর্ক করার চাপ দেন। রাজি না হওয়ায় তাঁর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন হাবিবুর। এর পরিপ্রেক্ষিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান ভুক্তভোগী। সেখান থেকে তাঁকে ২ এপিবিএনের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করিয়ে দেওয়া হয়।

তিনি জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ২ এপিবিএন। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি হাবিবুরের অবস্থান শনাক্ত করা হয়। এরপর টাঙ্গাইল সদর থানাধীন হুগরা ইউনিয়নের ধুলবাড়ী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।