শয়তানের নিঃশ্বাস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই মোটরসাইকেল।
গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী থেকে মো. রায়হান মিয়া (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মো. সাগর মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়।
আসামি রায়হানের বিরুদ্ধে দুটি এবং সাগরের বিরুদ্ধে একটি মামলা আছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ভুক্তভোগী মুশফিক আহমেদ নাঈম (২৭) মোটরসাইকেলে রাইড শেয়ার করেন। গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শনিরআখড়া বাসস্ট্যান্ড থেকে তাঁর মোটরসাইকেলে চড়েন আসামি রায়হান। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এসে নেশাজাতীয় পাউডার “শয়তানের নিঃশ্বাস” ব্যবহার করে নাঈমকে অজ্ঞান করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান রায়হান।
এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন নাঈম। তদন্তের এক পর্যায়ে চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়।