পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা পলিথিন। ছবি : বাংলাদেশ পুলিশ

নারায়ণগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ৬৫৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. রফিকের (৪০) বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকায়।

শিমরাইল হাইওয়ে পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।