নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানা-পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোম্পানিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আবুল হোসেন বাহারের (৫০) বাড়ি কোম্পানিগঞ্জ থানা এলাকায়।
কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক জানান, অস্ত্র আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।