চাঁদপুর নৌ থানা-পুলিশের অভিযানে ১ লাখ ৯০ হাজার ৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৪৫ কেজি মাছ জব্দ করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখা থেকে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ৫৭ লাখ ১৮ হাজার টাকা এবং মাছের দাম ২২ হাজার ৫০০ টাকা।
পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে আটক একজনের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মৎস্য আইনে মামলা করা হয়েছে।