রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের একটি মুহূর্ত। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার দেন।

এএসপি প্রবেশনার মো. রুহুল আমিন লাবুর হাতে পুরস্কার তুলে দেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজি মো. মাসুদুর রহমান ভূঞা মঞ্চে উপস্থিত ছিলেন।
অভিবাদন গ্রহণ করছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশ পুলিশ

কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এএসপি প্রবেশনার এম সায়েলিনের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশ পুলিশ

বেস্ট প্রবেশনার, বেস্ট একাডেমিক ও বেস্ট শুটার হয়েছেন এএসপি প্রবেশনার মো. রুহুল আমিন লাবু। ফিল্ড অ্যাকটিভিটিস ও ঘোড়সওয়ারে শ্রেষ্ঠ হয়েছেন এএসপি প্রবেশনার এম সায়েলিন।
অভিবাদন গ্রহণ করছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজি মো. মাসুদুর রহমান ভূঞা মঞ্চে উপস্থিত ছিলেন। ছবি : বাংলাদেশ পুলিশ

বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক এনডিসি, পিএসসি, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশ পুলিশ