ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার অভিযানে একটি বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাইন খোলা কমার্স কলেজের বিপরীত পাশ থেকে আসামি মো. ফারুককে (২৭) গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানা-পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি মিরপুর-২ থেকে ৩০টি গুলিসহ রুবেল ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা ফারুকের কথা জানান। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ফারুক।
ওই মামলা তদন্তের এক পর্যায়ে আসামি ফারুককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।