রাজধানীর সবুজবাগের মায়াকাননে একটি বাসার তালা ভেঙে চুরির ঘটনায় স্বর্ণাংলকার উদ্ধারসহ চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সবুজবাগ থানা-পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুগদা ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. আনোয়ার (৩২), মো. ফরিদ হাওলাদার (৩৩) ও মো. মিলনকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
সবুজবাগ থানা-পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর সকালে সবুজবাগের মায়াকাননের বাসা থেকে স্বামীকে নিয়ে বের হন ভুক্তভোগী নারী। বিকেলে বাসায় ফিরে ঘরের তালা ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে দেখতে পান, আলমারি থেকে চার জোড়া স্বর্ণের কানের দুল, চারটি স্বর্ণের গলার হার, দুটি স্বর্ণের আংটি, একটি ব্রেসলেট, একটি রূপার হার, একজোড়া নূপুর, একটি মোবাইল ফোন এবং ৮০ হাজার টাকা নেই। এ ঘটনায় গত ৭ জানুয়ারি তাঁর স্বামী খায়রুল কবির সুমন সবুজবাগ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার মুগদার দক্ষিণ মান্ডা লেটকা ফকিরের গলির একটি বাসা থেকে আনোয়ার ও ফরিদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি রেঞ্জ, একটি খুর ও একটি কেচি উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাই স্বর্ণ কেনার অভিযোগে নন্দিপাড়া গার্মেন্টস গলির মা জুয়েলার্স থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া স্বর্ণালংকার ও অন্য মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।