জব্দ করা অস্ত্র ও কার্তুজ। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর সেনবাগ থানা-পুলিশ ও সেনাবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ জব্দ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সেনবাগ থানাধীন বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে এসব আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।

সেনবাগ থানার এসআই আব্দুর রউফ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।