ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী শফিকুল ইসলাম মিঠু (৪১), শুভ হাওলাদার (২৩), মুন্না মাতাবর (২১), রাহাত (১৯), মো. সাগর (১৯), ফাহিম (১৯), অনিক (১৯), শুভ মিয়া (২০) ও মো. অহিদুজ্জামান নয়ন (২০)।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।