দৌলতপুর আলিম মাদরাসায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাগ্রত খুলনার উদ্যোগে দৌলতপুর আলিম মাদরাসা প্রাঙ্গণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কেএমপি কমিশনার বলেন, প্রতিযোগিতায় ভালো করার চেয়ে অংশগ্রহণ করাটাই মুখ্য। অংশ নেওয়া মানেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করব, বিষয়টা এমন নয়। হার-জিত থাকবেই, মন খারাপ করলে চলবে না।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন। একই সঙ্গে সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।