ঢাকার সাভার ও আশুলিয়া থানা-পুলিশ পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাভার ও আশুলিয়া থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাভার থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির আহম্মেদ ওরফে রাসেল (২৫), সাভারের ভাকুর্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম (৪৫), সাভার থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক জালাল হাওলাদার (৪৫), সাভার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল (৩৩), সেচ্ছাসেবক লীগের কর্মী সাইদুল ওরফে সামিনুল ইসলাম (৪৫) এবং আওয়ামী লীগের কর্মী আলাউদ্দিন খান (৪৫)।
আশুলিয়া থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামনোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান (৪৩), পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাইতুল ইসলাম (২৪), ধামসোনা ইউনিয়ন যুবলীগের সদস্য রকি আহম্মেদ (২১), পাথালিয়া ইউনিয়নের ছাত্রলীগের সদস্য মো. হাসান (১৮), গোপালগঞ্জের মো. এনামুল হোসেন (২২) এবং দিনাজপুরের মো. সাজু ওরফে সাইফ (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।