ট্রাফিক ওয়ারী বিভাগের সার্জেন্ট মো. আল-মামুনের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। ছবি : বাংলাদেশ পুলিশ

মোবাইল ফোনসহ এক ছিনতাইকারীকে আটক করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগের সার্জেন্ট মো. আল-মামুনকে পুরস্কার দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

ট্রাফিকের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে তাঁর হাতে অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার সার্জেন্ট আল-মামুনের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করেন এক ছিনতাইকারী। এ সময় ধাওয়া করে মোবাইল ফোনসহ কালাম নামের ওই ছিনতাইকারীকে আটক করেন সার্জেন্ট আল-মামুন।