রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ীর পাংশা থানাধীন শিয়ালডাঙ্গী সংলগ্ন ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোছা. চাদেরা বেগমের (৪৮) বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানা এলাকায়।

ডিবি রাজবাড়ীর ওসি মো. মফিজুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে পাংশা থানায় মামলা করা হয়েছে।