বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র)-২০২৫-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এআইজি আফরিদা রুবাই পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ পরীক্ষা ২০২৫-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের ক্রম অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে আবশ্যকীয় নির্দেশনা মেনে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং) অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য, কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর উত্তরায় এসবির স্কুল অব ইন্টেলিজেন্স এবং রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থায় প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে। ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় এসবির স্কুল অব ইন্টেলিজেন্সে ৬০০ জন প্রার্থী (১০০০০২ থেকে ১০২১৯২ ক্রমিক নম্বর পর্যন্ত) এবং রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থায় ৪০০ জন প্রার্থী (১০২১৯৩ থেকে ১০৪১১২ ক্রমিক নম্বর পর্যন্ত); ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টায় এসবির স্কুল অব ইন্টেলিজেন্সে ৬০০ জন প্রার্থী (১০৪১১৩ থেকে ১০৬৭৮১ ক্রমিক নম্বর পর্যন্ত) এবং রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থায় ৪০০ জন প্রার্থী (১০৬৭৮২ থেকে ১০৮১৪৯ ক্রমিক নম্বর পর্যন্ত); ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় এসবির স্কুল অব ইন্টেলিজেন্সে ৬০০ জন প্রার্থী (১০৮১৫২ থেকে ১১০৩৪৪ ক্রমিক নম্বর পর্যন্ত) এবং রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থায় ৩৬২ জন প্রার্থীর (১১০৩৪৯ থেকে ১১২২০১ ক্রমিক নম্বর পর্যন্ত) কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে।
আবশ্যকীয় নির্দশনা :
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন করতে হবে; পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না; পরীক্ষাকেন্দ্রে কোনো মোবাইল ফোন, মানিব্যাগ, ছাতা, ক্যামেরা, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না; পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তাৎক্ষণিকভাবে বহিষ্কারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পরীক্ষার্থীকে কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।