রাজধানীর উত্তরখান এলাকা থেকে নিখোঁজ রাকিবুল ইসলাম রিফাতকে (১২) উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ডিএমপির উত্তরখান থানা-পুলিশ।
রোববার (১৬ ফেব্রুযারি) বিকেলে উত্তরখানের কাঁচকুড়া এলাকা থেকে রিফাতকে উদ্ধার করে পুলিশ।
উত্তরখান থানা-পুলিশ জানায়, গত ১৬ জানুয়ারি সকালে উত্তরখান থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি রিফাত। এ ঘটনায় গত ১৭ জানুয়ারি তার বাবা সাধারণ ডায়েরি করেন।
তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় নিখোঁজ রিফাতের অবস্থান শনাক্ত করা হয়। এরপর রোববার বিকেলে উত্তরখানের কাঁচকুড়া এলাকা থেকে রিফাতকে উদ্ধার করে তার বাবা মো. রুবেল মিয়ার কাছে সোপর্দ করা হয়। রিফাতকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তার বাবা।