পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর মতিঝিলে ছিনতাই করে মোটরসাইকেলে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা-পুলিশ। তাঁদের কাছ থেকে চারটি ফোন, একটি চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে মতিঝিল থানাধীন ফকিরাপুল চার রাস্তার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন জাহিদ ওরফে সাব্বির ওরফে হৃদয় খান (৩২) ও মো. অন্তর মোল্লা ওরফে নাজমুল (২৫)।

মতিঝিল থানা-পুলিশ জানায়, ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে মোবাইল ছিনতাই করে দুজন মোটরসাইকেলে ফকিরাপুলের চার রাস্তার মোড়ের দিকে পালিয়ে যাচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে তাঁদের ধাওয়া করে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাঁরা রাজধানীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতেন। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।