পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ নৌ পুলিশের অভিযানে গুম ও ছিনতাই চক্রের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি অটোরিকশা, একটি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধ এবং অটোরিকশা বিক্রির ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নৌ পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন লিয়ন (৩২), বোরহান ওরফে ইমরান ওরফে সোহেল ওরফে পিচ্ছি (২১), মো. শাওন বেপারী (২২), মোসা. পারভীন বেগম (২২), শাহীন মোল্লা (৩০), মোহাম্মদ আলী (৫৫) ও মো. আল আমিন সর্দার (৩৮)।

নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো ঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৫১) লাশ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার পর ভুক্তভোগীর পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অটোরিকশা চালককে চেতনানাশক সেবন করিয়ে হত্যা করতেন। এরপর লাশ নদীতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।